-->

Link friends

Home

বড়স্টেশন মোলহেডে বসন্ত উৎসব উদযাপন

 সুরধ্বনি সংগীত একাডেমির আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বিষয়ক প্রতিপাদ্য নিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। ১৯ ফেব্রæয়ারি বিকেল ৩টায় বড়স্টেশন মোলহেডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা শাহনাজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি দীপক ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার (ওসি) তদন্ত মোঃ হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন মিয়াজি, অধ্যক্ষ অনিতা নন্দী।

বড়স্টেশন মোলহেডে বসন্ত উৎসব উদযাপন


প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, বাল্য বিবাহ একটি অভিশাপ। সমাজ থেকে সকলের নিজ সদিচ্ছার মধ্য দিয়ে এ অভিশাপ দূর করতে হবে। আমাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও সম্পৃক্ত করতে হবে। সকল ধরনের অপরাধ থেকে দূরে রেখে তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

উদ্বোধকের বক্তব্যে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, আমরা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সজাগ হয়ে মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছি।  এ ধরনের আয়োজন সমাজের সচেতনতায় ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বসন্তের সংগীত ও নৃত্য আয়োজন সাধারণ মানুষের মধ্যে অনুভূতি সৃষ্টি করে।


Newer post Older post

RELATED ARTICLES

    Facebook